ঢাকা, ৩১ জুলাই - বাংলাদেশে অবস্থিত বিভিন্ন বিদেশি সংস্থায় কর্মরত বিদেশি নাগরিকদের এখন থেকে করোনামুক্ত সনদ দেবে আইসিডিডিআর-বি। এজন্য এই প্রতিষ্ঠানটিকে তালিকাভুক্ত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। বৃহস্পতিবার (৩০ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব ড. বিলকিস বেগম স্বাক্ষরিত এক নির্দেশনায় এ কথা জানানো হয়েছে। আরও পড়ুন: বিকাশে প্রতারণার পথ বন্ধ হয়ে গেল এছাড়া, বিদেশগামী ব্যক্তিদের করোনামুক্ত সনদ দেওয়ার জন্য বর্তমানে সরকার নির্ধারিত প্রতিষ্ঠানগুলো হচ্ছে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ, চট্টগ্রামে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকসাস ডিজিজ, কক্সবাজার মেডিক্যাল কলেজ (আইইডিসিআর ফিল্ড ল্যাবরেটরি), কুমিল্লা মেডিক্যাল কলেজ, রাজধানী ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেল সেন্টার, মহাখালীতে অবস্থিত ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ), ন্যাশনাল ইনস্টিটিউট অব প্রিভেনটিভ অ্যান্ড সোশ্যাল মেডিসিন (নিপসম), নারায়ণগঞ্জের ৩০০ শয্যা হাসপাতাল, খুলনা মেডিক্যাল কলেজ, কুষ্টিয়া মেডিক্যাল কলেজ, ময়মনসিংহ মেডিক্যাল কলেজ, বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ, রাজশাহী মেডিক্যাল কলেজ, দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ, রংপুর মেডিক্যাল কলেজ, সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ, নোয়াখালীতে অবস্থিত আব্দুল মালেক উকিল মেডিক্যাল কলেজ এবং চট্টগ্রাম মেডিক্যাল কলেজ। সূত্র : বাংলা ট্রিবিউন এন এইচ, ৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30cKeYQ
আইসিডিডিআর-বি বিদেশি নাগরিকদের করোনার সনদ দেবে
0 Comments
Post a Comment