ঢাকা, ৩১ জুলাই- করোনাভাইরাস থেকে মুক্ত হয়ে ফুসফুসের সংক্রমণজনিত কারণে দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন থাকার পর গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা এবং ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়ে বাসায় ফিরেছেন। বৃহস্পতিবার গণস্বাস্থ্য কেন্দ্রের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে এ তথ্য জানানো হয়। আরও পড়ুনঃ আইসিডিডিআর-বি বিদেশি নাগরিকদের করোনার সনদ দেবে ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আপডেট শিরোনামে অধ্যাপক ডা. ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মামুন মোস্তাফীর বরাত দিয়ে বলা হয়, ডা. জাফরুল্লাহ চৌধুরীর শারীরিক অবস্থার আশানুরূপ উন্নতি হয়েছে। চিকিৎসকরা বৃহস্পতিবার তাকে বাসায় ফেরার ছাড়পত্র দিয়েছেন। তিনি হাসপাতাল ছেড়ে বাসায় চলে গেছেন। যদিও তার শারীরিক দুর্বলতা এখনো পুরোপুরি কাটেনি, তবে তিনি স্বাভাবিক খাওয়া-দাওয়া ও চলাফেরা করতে পারছেন। তিনি বাসা থেকেই চিকিৎসকের ফলোআপে থাকবেন। ডা. জাফরুল্লাহ চৌধুরীর সুস্থতার জন্য দেশবাসীর দোয়া প্রার্থনা করা হয়। তথ্যসূত্র: বিডি প্রতিদিন এআর/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/3ff5Ech
ছাড়পত্র নিয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন ডা. জাফরুল্লাহ
0 Comments
Post a Comment