ঢাকা, ৩১ জুলাই- কোরবানির পশুর হাট ও পশুর বর্জ্য অপসারণ কাজ সুষ্ঠুভাবে সম্পাদন করতে ডিএসসিসির পরিবহন বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারি, ড্রাইভার, মেকানিক ও অপারেটরদের আজ ৩১ জুলাই হতে আগামী ৩ আগস্ট পর্যন্ত সকল ধরনের ছুটি বাতিল করা হয়েছে। ডিএসসিসির সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশ এর মাধ্যমে এই ছুটি বাতিল করা হয়। এছাড়াও ডিএসসিসির সচিব স্বাক্ষরিত আলাদা দুটি অফিস আদেশ এর মাধ্যমে নগর ভবনের শীতলক্ষ্যা হলে কন্ট্রোল রুম স্থাপন ও ডিএসসিসির মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণ কার্যক্রম সরেজমিনে সচিত্র তদারকিতে ১০টি অঞ্চলের জন্য ১০টি টিম গঠন করা হয়েছে। আরও পড়ুন: বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয় ঈদের দিন অর্থাৎ ১ অগাস্ট হতে আগামী ৪ আগস্ট ২টা পর্যন্ত ডিএসসিসির ১০টি ওয়ার্ডের জন্য গঠিত টিম ১০টি কোরবানির পশুর হাট ও কোরবানি সৃষ্ট বর্জ্য ব্যবস্থাপনা সম্পর্কিত কাজ সরেজমিনে মাঠ পর্যায়ে সচিত্র মনিটরিং করবেন এবং বর্জ্য ব্যবস্থাপনা সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাগণ প্রতিটি টিমের সমন্বয়কের দায়িত্ব পালন করবেন। এছাড়াও কোরবানির পশুর হাটের বর্জ্য অপসারণে নগর ভবনের শীতলক্ষ্যা হলে গত ২৯ জুলাই হতে একটি কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। কন্ট্রোল রুমের মোবাইল নম্বরটি হলো ০১৭০৯৯০০৭০৫। আগামী ৪ আগস্ট দুপুর ২টা পর্যন্ত এই কন্ট্রোল রুমের কার্যক্রম চলমান থাকবে। কন্ট্রোল রুমে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ ৩ শিফটে দায়িত্ব পালন করবেন। কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীরা মাঠ পর্যায়ে চলমান বর্জ্য অপসারণ কার্যক্রম তদারকি করবে। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকার নাগরিকগণের বর্জ্য অপসারণ সংক্রান্ত তথ্য সরাসরি ডিএসসিসিকে জানাতে কন্ট্রোল রুমে ফোন করতে অনুরোধ করা হলো। ডিএসসিসি অধিভুক্ত এলাকার যেকোন নাগরিক কন্ট্রোল রুমের নম্বরে ফোন করে কোরবানির পশুর বর্জ্য অপসারণ সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন এবং অভিযোগের সত্যতা যাচাই সাপেক্ষে তা অপসারণে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বনিকবার্তা এম এন / ৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/30d0qt8
বর্জ্য অপসারণে মাঠে থাকবে ডিএসসিসির ১০ টিম
0 Comments
Post a Comment