ঢাকা, ৩১ জুলাই- রাত পোহালেই ঈদুল আজহা। শেষ মুহূর্তে কোরবানির জন্য গরু কিংবা ছাগল কেনার তাড়া। মহামারীকালের এই ঈদের আগে এতদিন হাটে তেমন ভিড় না হলেও শুক্রবার রাজধানীর হাটগুলোতে বেড়েছে ভিড়। তবে হাটে গরু কম থাকায় দামেও অস্থিরতা দেখা গেছে। বিপরীতে এবার ছাগলের কদর বেড়েছে। সরেজমিন রাজধানীর গাবতলীসহ কয়েকটি পশুর হাট ঘুরে দেখা যায়, সকাল থেকেই মোটামুটি ক্রেতা সমাগম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরও বেড়েছে। তবে ক্রেতার তুলনায় গরুর সংখ্যা কম। আর যাও আছে তাতে ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা খ্যামারি ও ব্যবসায়ীদের। ব্যাপারীরা বলছেন, শেষ মুহূর্তে ক্রেতা বাড়ায় তাদের আশাও বেড়েছে। কারণ এতদিন অনেক গরু তারা কম দামে বা লোকসানে বিক্রি করে দিয়েছেন। এখন যা আছে সেগুলো বিক্রিতে লাভের আশায় শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান। আরও পড়ুনঃ দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী রাজধানীর পশু বিক্রি বড় হাট গাবতলীতে দেখা গেছে, ক্রেতার তুলনায় গরুর সংখ্যা কম। এই হাটে গত দুদিন প্রচুর গরু বিক্রি হয়েছে বলে ব্যাপারীদের ভাষ্য। এখন শেষ মুহূর্তে ক্রেতাদের সঙ্গে কিছুটা দরকষাকষি করে বিক্রি করছেন তারা। নজরুল ইসলাম নামের পাবনা থেকে আসা এক এক খামারি বলেন, ট্রাক ভাড়া করে হাটে গরু নিয়ে এসেছি। লাভে বিক্রি করতে না পারলে পরের বছর বিক্রির জন্য রেখে দেবো। এদিকে অর্ধিারিত হাটে বিক্রি হচ্ছে ছাগল। রাজধানীর বিভিন্ন পাড়া মহল্লায় স্থানীয়ভাবে বিক্রি হওয়া এসব ছাগলের কদরও বেড়েছে। এসব অনির্ধারিত হাটে মানুষের ভিড়ও দেখা গেছে। রাজধানীর পলাশী বাজারের অনির্ধারিত হাটে ছাগল কিনতে আসা সৈয়দ আতিক জানান, গরু কেনার কথা ছিলো তার। তবে করোনাকালে আর্থিক সঙ্গতির কথা ভেবে চিন্তে ছাগল কেনার মনস্থির করেন তিনি। তিনি বলেন, হাটে গেছিলাম সকালে। গরুর দাম হঠাৎ বেড়ে গেছে। করোনা পরিস্থিতি আর্থিক সঙ্গতিতেও টান পড়েছে। তাই ভেবেচিন্তে ছাগল কিনতে এলাম। পলাশী বাজারে দেখা গেছে, ক্রেতার সংখ্যা বেশি হওয়ার সুযোগে মৌসুমি ব্যবসায়রিাও ছাগলভেদে দুই থেকে ৮ হাজার টাকা বেশি দাম চাইছেন। তবে ক্রেতা দরদাম করে পছন্দের ছাগলটি কিনে নিয়ে বাড়ির পথ ধরছেন। তথ্যসূত্র: ঢাকাটাইমস এআর/৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2BLVxOt
শেষ মুহূর্তে হাটে গরুর দামে অস্থিরতা, কদর বেড়েছে ছাগলের
0 Comments
Post a Comment