ঢাকা, ৩১ জুলাই - দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি সবাইকে কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার বিকেলে বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত এক ভিডিওবার্তায় এ শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী বলেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আমাদের মাঝে আবার এসেছে পবিত্র ঈদুল আজহা। করোনাভাইরাসের মহামারির এই দুঃসময়ে সকল আঁধার কাটিয়ে ঈদুল আজহা আমাদের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ। আরও পড়ুন: ভারতীয় হাইকমিশন ঈদের শুভেচ্ছা জানাল তিনি বলেন, আসুন, কোরবানির ত্যাগের মহীমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে আত্মনিয়োগ করি। দেশ ও দেশের বাইরে অবস্থানরত সকল বাংলাদেশি ভাইবোনকে পবিত্র ঈদুল আজাহার শুভেচ্ছা জানাচ্ছি। করোনাভাইরাসের সংক্রমণ রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, ঈদ মোবারক। এর আগে মোবাইল ফোনে অভিওবার্তায় দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী। সূত্র : আমাদের সময় এন এইচ, ৩১ জুলাই

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/310k370
দেশবাসীকে ঈদ শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী