ঢাকা, ১২ আগস্ট - পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়কি মন্ত্রী ও মৌলভীবাজার-১ আসনের সাংসদ সদস্য মো. শাহাব উদ্দিন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। তাঁকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি করা হচ্ছে বলে জানা গেছে। বুধবার বিকেলে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার জনসংযোগ কর্মকর্তা দীপংকর এ তথ্য নিশ্চিত করেছেন। আরও পড়ুন: যেখান থেকে টিকা পাওয়া যাবে, সেখান থেকেই নিতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী তিনি জানান, করোনার উপসর্গ থাকায় পরিবেশমন্ত্রী গতকাল মঙ্গলবার আইইডিসিআরে পরীক্ষার জন্য নমুনা দেন। আজ বুধবার (১২ আগস্ট) দুপুরে তাঁর নমুনা পরীক্ষার প্রতিবেদন পজিটিভ এসেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচে) ভর্তি হচ্ছেন। মন্ত্রী তাঁর দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। সূত্র : সিলেটভিউ২৪ এন এইচ, ১২ আগস্ট

from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2Cl8kYt
করোনায় আক্রান্ত হলেন পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন