ঢাকা, ১২ আগস্ট - পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. শহীদুল হক করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। শহীদুল হক নিজেই এ তথ্য জানান। তিনি বলেন, ২/৩ তারিখের দিকে আমার করোনা শনাক্ত হয়। এরপরই ইমপালস হাসপাতালে চিকিৎসাধীন আছি। আমি আল্লাহর রহমাতে ভালো আছি, কোনো জটিলতা নেই। আরও পড়ুন: সত্যিকারের নেতাকর্মীরা লোভের বশবর্তী হয়ে রাজনীতিতে সম্পৃক্ত হয় না: ওবায়দুল কাদের শহীদুল হক ২০১৩ সালের ১০ জানুয়ারি পররাষ্ট্র সচিবের দায়িত্ব পান। ২০১৮ সালের ৩০ জুলাই তিনি সিনিয়র সচিব হন। ওই বছরের ৩০ ডিসেম্বর তার চাকরির মেয়াদ শেষ হয়। এরপর তিনি চুক্তিতে আরও এক বছর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সূত্র : জাগো নিউজ এন এইচ, ১২ আগস্ট
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/33WWyit
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব করোনায় আক্রান্ত
0 Comments
Post a Comment