ঢাকা, ৩১ জুলাই- আগস্ট মাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শুক্রবার এক মতবিনিময় সভায় এ হুঁশিয়ারি দেন তিনি। রংপুর সড়ক জোন, বিআরটিসি ও বিআরটিএর কর্মকর্তাদের সঙ্গে শেষ মূহুর্তের ঈদ প্রস্ততি বিষয়ক সভা করেন ওবায়দুল কাদের। ওই সভায় নিজ সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হন সেতুমন্ত্রী। আরও পড়ুন: সৌদির সঙ্গে মিল রেখে দেশের বিভিন্ন স্থানে ঈদের নামাজ আদায় ওবায়দুল কাদের বলেন, আজকের দিনটি পার হলেই বাঙালি জাতির জন্য শুরু হবে কালো মাস। কারণ, আগস্টের ১৫ তারিখ নির্মমভাবে হত্যা করা হয় হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এ মাসটিতে তার নাম ভাঙিয়ে কেউ চাঁদাবাজি বা অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না। এ সময় করোনাভাইরাস সংক্রমণ রোধে ঈদে ঘরমুখো যাত্রীদের শতভাগ মাস্ক পরিধান এবং স্বাস্থ্যবিধি মানাসহ সর্বোচ্চ মাত্রার সচেতনতা অবলম্বনের অনুরোধ জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সূত্র : আমাদের সময় এম এন / ৩১ জুলাই
from First Bangla interactive newspaper - Deshe Bideshe https://ift.tt/2DjRUQ7
বঙ্গবন্ধুর নাম ভাঙিয়ে চাঁদাবাজি করলে ছাড় নয়
0 Comments
Post a Comment